দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান আবারও আলোচনায় তার নতুন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত এখন সিনেমাটি ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আর পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পনামতো এগোতে পারলে ‘সোলজার’ হতে পারে বাংলা সিনেমার এক নতুন যুগের সূচনা।
নামের কারণে অনেকে একে যুদ্ধনির্ভর ভাবলেও নির্মাতার ভাষ্যে, ‘সোলজার’ আসলে নতুন প্রজন্মের সেই সাহসী মানুষের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, নিজের অধিকার ও দেশের জন্য লড়ে যায়। পরিচালক সাকিব ফাহাদ বলেন, “আমরা চাই শাকিব ভাই হোন সাধারণ মানুষের প্রতিনিধি তাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিফলনই হবে ‘সোলজার’। দিনশেষে এটি আশার গল্প, যেখানে বার্তা একটাই সংকট যতই আসুক, আমরা আশাবাদী।”
এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একদম নতুন রূপে ও চরিত্রে একজন তারকা নয়, বরং দেশের সাধারণ মানুষের প্রতীক হিসেবে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে আশার আলো জ্বেলে রাখে
এসএস/টিকে