এক সময় ঠিক যেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের স্পিন আক্রমণের মুখে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের শঙ্কায়। কিন্তু তখনই দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়ালেন বেথ মুনি। তার ধৈর্যশীল অথচ শাণিত ব্যাটিংই বদলে দিল ম্যাচের চিত্র—একলা হাতে দলকে টেনে তুললেন, গড়লেন ১০৯ রানের অনবদ্য ইনিংস। সেই ইনিংসের ওপর ভর করেই ১০৭ রানের জয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল বর্তমান চ্যাম্পিয়নরা।
কলম্বোর গরমে ৫০ ওভারে ২২১ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। অথচ এক সময় মনে হচ্ছিল ১৫০ রানও পেরোনো কঠিন হবে। পাকিস্তানের দুই স্পিনার নাশরা সন্দহু (৩-৩৭) ও রামিন শামীম (২-২৯) একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দলকে।
কিন্তু মুনি তখন ছিলেন অন্য জগতে। প্রথমে কিম গার্থের সঙ্গে গড়লেন ৩৯ রানের ধৈর্যের জুটি, এরপর আলানা কিংয়ের সঙ্গে যোগ করে দিলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ১০৬ রানের পার্টনারশিপ।
নম্বর ১০ ব্যাটার কিংও তখন হয়ে উঠলেন নায়িকা, ৫১ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি হাঁকালেন। শেষ পাঁচ ওভারে এ দুজন মিলে তুললেন ৫৯ রান, পাকিস্তানের বোলারদের হাত থেকে বেরিয়ে গেল ম্যাচ।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে পাকিস্তান। ৪৯ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সিদরা আমিন (৩৫) কিছুটা লড়লেও দলের পক্ষে সেটি যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে কিম গার্থ নেন ৩ উইকেট মাত্র ১৪ রানে।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১টি পরিত্যক্ত নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অপরদিকে টানা তৃতীয় হারে বিশ্বকাপের শুরুটা হতাশায় রঙিন পাকিস্তানের।
এমআর