বৃহস্পতিবার বছরের শেষ ব্যাংক লেনদেন

বার্ষিক হিসাব চূড়ান্ত করতে এখন দম ফেলানোর সময় নেই ব্যাংকারদের। ডিসেম্বরের ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত টানা ৪ দিন সরকারী বন্ধ ও ৩১ তারিখ ব্যাংক হলিডে। তাই বৃহস্পতিবারই শেষ করতে হচ্ছে এ বছরের ব্যাংকিং কার্যক্রম।

৩১ তারিখ বন্ধ ও ব্যাংকিং কার্যক্রম শেষ করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে একটি নির্দেশনা জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

জানা যায়, ৩০ ডিসেম্বর প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার ও প্রিন্সিপাল অফিসারদের।

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারবে দেশের বেসরকারি ব্যাংকগুলোর কর্মকর্তাদেরও।

 

টাইমস/এএইস/এইচইউ

Share this news on: