ব্যারিস্টার আহসান আটকে শ্বশুরের ভূমিকা খতিয়ে দেখতে নির্দেশ আদালতের

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে আটকের ক্ষেত্রে পুলিশ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আতিকুর রহমানের প্ররোচনা ও প্রভাবে প্রভাবিত হয়েছিল কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত। এ বিষয়টি একজন ডেপুটি পুলিশ কমিশনার (ডি.সি.) পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে বলা হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দেওয়া আদেশের অনুলিপি বৃহস্পতিবার দেশের একটি গণমাধ্যমের হাতে এসেছে।

আসামি আহসান হাবিব ভূঁইয়ার পক্ষে নিয়োজিত আইনজীবী আসামির জামিনের আবেদন করে বলেন, এই আসামি জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি এই দাবির সমর্থনে আসামির ফেসবুক প্রোফাইল থেকে রঙিন প্রিন্ট সম্বলিত ১৬টি ফর্দ কাগজ উপস্থাপন করেন। আসামিপক্ষে আরও আবেদন করা হয়, আসামি একজন ব্যারিস্টার এবং তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আসামির সাবেক শ্বশুর আতিকুর রহমান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আসামির সাবেক শ্বশুর আতিকুর রহমান পুলিশকে প্রভাবিত করে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করান। আহসান হাবীব এই এই মামলার এজাহারনামীয় আসামি নন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি জামিনে গেলে পালাবেন না। যেকোনো শর্তে আসামির জামিন প্রার্থনা করা হয়। 

অপরদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আসামির জামিনের বিরোধিতা করেন। আদেশে বলা হয়েছে, পর্যালোচনায় প্রতীয়মান হয়, জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের পক্ষে এই আসামির সক্রিয় ভূমিকা ছিল। আসামি কথিত রাজনৈতিক সংগঠনে জড়িত থাকলে উক্ত আন্দোলনকালে ছাত্রদের পক্ষে এ ধরনের ভূমিকা পালন করা সম্ভব হতো না। শুনানিকালে যে অভিযোগ উত্থাপিত হয়েছে- অর্থাৎ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আতিকুর রহমানের প্ররোচনায় আসামিকে অত্র মামলায় অন্যায়ভাবে আটক করে গ্রেপ্তার দেখানো হয়, এটি একটি গুরুতর অভিযোগ। এ ধরনের অভিযোগ তদন্ত হওয়া প্রয়োজন বলে আদালত মনে করেন। কোনো মামলায় এ ধরনের অভিযোগ উত্থাপিত হলে মামলার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।

তাছাড়া নথি পর্যালোচনায় আরও দেখা যায়, এই আসামিকে আটকের পর সংশ্লিষ্ট গুলশান থানায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আসামির সঙ্গে আইনি পরামর্শের জন্য সাক্ষাতের সুযোগ পাননি, যা প্রচলিত আইনসহ সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কাজেই এই আসামি আটকের ক্ষেত্রে পুলিশ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আতিকুর রহমানের প্ররোচনা ও প্রভাবে প্রভাবিত হয়েছিল কি না এ বিষয়টি একজন ডেপুটি পুলিশ কমিশনার (ডি.সি.) পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে বলা হলো। 

সার্বিক পর্যালোচনায় আহসান হাবিব ভূঁইয়াকে ৫,০০০ টাকা বন্ডে নিয়োজিত আইনজীবী ও একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হলো। বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ Oct 09, 2025
img
২ নতুন তারকা নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ Oct 09, 2025
img
অধিনায়ক গিলের পাশে শামি, বাদ পড়ার বিষয়েও মুখ খুললেন তারকা পেসার Oct 09, 2025
img

এশিয়ান কাপ বাছাই

হংকংয়ের বিপক্ষে রাতে মাঠে নামছে হামজা-শমিতরা Oct 09, 2025
img
গণতন্ত্র মঞ্চের ১৪০ আসনের প্রার্থীর নাম প্রকাশ Oct 09, 2025
img
অর্থ সংকটে এক চতুর্থাংশ শান্তিরক্ষী হ্রাস করবে জাতিসংঘ, ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও Oct 09, 2025
img
আসারের সঙ্গে কাটানো সময় স্মৃতিচারণ করলেন মালালা ইউসুফজাই Oct 09, 2025
img
সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে উপদেষ্টা আসিফ মাহমুদ Oct 09, 2025
img
কম বয়সী তরুণকে বিয়ে করায় তোপের মুখে সারা খান! Oct 09, 2025
img
১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন মিচেল স্টার্ক Oct 09, 2025
img
কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে: আমির খসরু Oct 09, 2025
img
কারিনার সঙ্গে সুখী দাম্পত্য, প্রাক্তন স্ত্রীর সঙ্গেও যোগাযোগ সাইফের Oct 09, 2025
img
সংসার চালাতে পারত না, টেলিভিশনের মালিক হয়ে গেল : মাসুদ কামাল Oct 09, 2025
img
হাসিনার প্রসঙ্গে বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে, দাবি রাশেদ খানের Oct 09, 2025
img
আমদানি বাড়ায় কমেছে চালের দাম Oct 09, 2025
img
ড. তোফায়েলের আহমেদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ Oct 09, 2025
img
রোববার থেকে শিশু-কিশোরদের দেয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর Oct 09, 2025
img
হামজারা নিয়ম ভেঙেছেন, দাবি হংকং কোচের Oct 09, 2025
img
৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতা‌লের ডাক Oct 09, 2025
img
নওগাঁর সাবেক এমপি সুমনসহ নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার Oct 09, 2025