বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে ১৩টি বাস সুবিধা দিলো ইবি

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ঢাকায় পৌঁছাতে বিনামূল্যে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের সহযোগিতায় মোট ১৩টি বাস সুবিধা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ধাপে ধাপে বাসগুলো ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে নেয়া পরিবহন সেবার এই উদ্যোগে শিক্ষার্থীরা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা গেছে, প্রথমধাপে শাখা ছাত্রশিবিরের আহ্বানে ৩০০ শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন। তবে সীমিত আসন পূর্ণ হওয়ার কারণে রেজিষ্ট্রেশন করতে পারছে না বলে অভিযোগ করেন বিসিএস পরীক্ষার্থীরা। পরে বাকি সবাইকে সুযোগ দেয়ার দাবিতে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন শাখা ছাত্রদল। এ সময় তারা প্রয়োজনীয় সংখ্যক বাস সার্ভিস প্রদানের দাবি জানান। ছাত্রদলের দাবির পর আরও ৩৫৯ পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করে। পরে অতিরিক্ত ৭টি বাস সার্ভিসসহ মোট ১৩টি বাসের বন্দোবস্ত করে প্রশাসন। এদিকে শিক্ষার্থীরা এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণে এই উদ্যোগ সহায়তা করবে। এমন প্রয়োজনীয়তা অনুভব করেই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবহন প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি এবং দাবিটি তুলে ধরি। পরবর্তীতে উপাচার্য স্যারের কাছেও একই দাবির কথা জানানো হয়। উপাচার্য স্যার আমাদের দাবি পূরণ করেছেন। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ জানান, সীমিত আসন পূর্ণ হওয়ায় বাকি শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। আমরা উপাচার্য মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবগত করি। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাড়ি ভাড়া করে দেবে। রেজিষ্ট্রেশনকৃত সব শিক্ষার্থী এই সুবিধা পাবে, তেমনটাই আমরা চেয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, প্রথমে শাখা ছাত্রশিবিরের প্রতিনিধি লিখিত দাবি নিয়ে আসছিলেন। সামর্থ্য অনুযায়ী ৬টি বাস সার্ভিস দেয়ার সিদ্ধান্ত হয়। পরে ছাত্রদল উপাচার্যকে আরও বাস বাড়ানোর দাবি জানায়। এরই প্রেক্ষিতে দাবি পূরণের আশ্বস্ত করলে সংখ্যানুপাতিক ভাড়া বাস হলেও আরও ৭টি বাস সার্ভিস দেয়ার ব্যবস্থা করা হয়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন Jan 13, 2026
img
ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: রিকার্ডো আদে Jan 13, 2026
img
ওমরাহ পালন শেষে অনুভূতি জানালেন অভিনেত্রী পূর্ণিমা Jan 13, 2026
img
আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে: হাবিব Jan 13, 2026
img
রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন আজ Jan 13, 2026
img
তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি Jan 13, 2026
img
মাটিতে পা রেখে চলাই সম্মানের চাবিকাঠি : অনিল কাপুর Jan 13, 2026
img
নৌযান চলাচলে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Jan 13, 2026
img
রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ Jan 13, 2026
img
ভারতকে নিয়েই সাফ করতে চায় বাংলাদেশ Jan 13, 2026
img
পরীমণির আপত্তি অতিক্রম করে রাজের নায়িকা মিম Jan 13, 2026
img
দায়মুক্তির সুযোগ তৈরি করছে অন্তর্বর্তী সরকার: ড. ইফতেখারুজ্জামান Jan 13, 2026
img
গত সপ্তাহে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান Jan 13, 2026
img
সকালের নাশতায় পুডিং খাওয়ার উপকারিতা Jan 13, 2026
img
ঝলমলে রোদ, তবু পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ Jan 13, 2026
img
ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে: রেজা পাহলভি Jan 13, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে আইসিসির চিঠি, শঙ্কা প্রকাশ বিসিবির Jan 13, 2026
img
আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া Jan 13, 2026
img
এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ Jan 13, 2026
img
গাজায় নিহত ছাড়াল ৭১ হাজার ৪০০ Jan 13, 2026