জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটে রাজি হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এই ভোটে যাদি ‘না’ জিতে যায় তাহলে কী হবে, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি দাবি করেন, এই গণভোটে যদি ‘না’ জিতে যায় তাহলে সব সংস্কার কার্যক্রম ভেস্তে যাবে।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মাসুদ কামাল।
ফেসবুকে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের প্রস্তাব উঠেছে। সবাই রাজি গণভোটে। বিরোধ এখন—গণভোট কবে হবে, সেটা নিয়ে। বিএনপিসহ কয়েকটি দল বলছে, জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই গণভোট হোক।
জামায়াত, এনসিপিসহ অন্যরা বলছে—নভেম্বর অথবা ডিসেম্বরে হোক।’
এসব আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, তারা ধরেই নিয়েছেন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে। যেন জনগণের মন তারা জানেন। আসলেই কি তাই? এমন প্রশ্ন রেখে মাসুদ কামাল বলেন, ‘কেবল একটা কথা ভাবুন, বিএনপি কিন্তু খুব আনন্দের সঙ্গে গণভোটে সম্মত হয়নি।
বিএনপি বলেছিল—নির্বাচনের পর জাতীয় সংসদের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে। কিন্তু জামায়াত-এনসিপিসহ অন্য দলগুলো বিএনপিকে বিশ্বাস করেনি। ভোটের সময় বিএনপির ভোটাররা কি সেটা ভুলে যাবে? আর তার সঙ্গে যদি আওয়ামী লীগের ভোটগুলো যুক্ত হয়?’
মাসুদ কামাল বলেন, “সব মিলিয়ে গণভোটে যদি ‘না’ জিতে যায়! তাহলে? তাহলে তো পুরো সংস্কার কার্যক্রমই ভেস্তে যাবে।”
ইএ/এসএন