স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত। ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৪৫০ দিরহামে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
অন্যদিকে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে গ্রামপ্রতি ৪৮৬.৫ দিরহামে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দুবাই জুয়েলারি গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। খবর খালিজ টাইমসের।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণ গ্রামপ্রতি ৪৫০ দশমিক ৫ দিরহামে লেনদেন হয়, যা ছিল সর্বকালের সর্বোচ্চ মূল্য।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়। বৃহস্পতিবার সকালে স্পট গোল্ড প্রতি আউন্সে ৪ হাজার ৩৮ ডলারে লেনদেন হয়, যদিও এটি শূন্য দশমিক ২৬ শতাংশ কম।
সুইসকোট ব্যাংকের সিনিয়র বিশ্লেষক ইপেক ওজকারদেস্কায়া বলেন, বুধবার স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। এর পেছনে প্রচলিত মুদ্রা- ইউরো, ডলার, পাউন্ড ও ইয়েনের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন নিয়ে অনিশ্চয়তা কাজ করেছে।
তিনি আরও বলেন, স্বর্ণের মূল্য বাড়ে কারণ বিনিয়োগকারীরা এর প্রতি আস্থা রাখে। যদি একটি বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলারের বেশি হতে পারে, তবে স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছোঁয়া অস্বাভাবিক নয়।
আইকে/টিকে