কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, তবে দিল্লির টেস্ট ম্যাচে ‘মেন ইন মেরুন’-দের জন্য এসেছে আত্মবিশ্বাসের এক মুহূর্ত। জন ক্যাম্পবেলের ২০২৫ সালের প্রথম শতকের পর এবার শাই হোপও দীর্ঘ আট বছর পর টেস্ট শতক তুলে নিলেন।
শাই হোপ সর্বশেষ শতক করেছিলেন ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে। ওই টেস্টে দুই ইনিংসে শতক হাঁকিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
তবে সেই আত্মবিশ্বাস টেস্টে ধারাবাহিক রাখতে পারেননি। আট বছর ৪৫ দিনের বিরতির পর এই শতক শাই হোপকে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে এক বিশেষ জায়গায় নিয়ে এসেছে। এর আগে সবচেয়ে বড় বিরতি ছিল গর্ডন গ্রিনিজের ৬ বছর ১৫ দিন।
শাই হোপ দুই শতকের মধ্যে সবচেয়ে বেশি ইনিংসের বিরতির রেকর্ডও গড়েছেন।
৫৮ ইনিংসের পর শতক করেই তিনি জারমেইন ব্ল্যাকউডের ৪৭ ইনিংসের রেকর্ড ভেঙেছেন। এই তালিকায় ক্রিস গেইল (৪৬ ইনিংস), ডোয়াইন ব্রাভো (৪৪ ইনিংস) এবং শিবনারাইন চন্দরপল (৪১ ইনিংস)ও রয়েছেন।
এবি/টিকে