চ্যাম্পিয়নস লিগে পিএসজি ম্যাচের পর থেকে মাঠে বাইরে রয়েছেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। ইনজুরির সঙ্গে লড়াই করলেও বান্ধবী নিকি নিকোলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তাদের বেশকয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার অনুশীলন শেষে ইয়ামালকে বাড়ি নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
কুঁচকির ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও দলের সঙ্গে অনুশীলন করেছে ইয়ামাল। সোমবার (১৩ অক্টোবর) বার্সেলোনায় অনুশীলন শেষ হতেই তাকে রিসিভ করতে গাড়ি নিয়ে হাজির হন নিকি।
এরপর লামিলকে গাড়ি তুলে নিয়ে নিজেই ড্রাইভ করে তাকে বাড়ি নিয়ে যান এই আর্জেন্টাইন সংগীতশিল্পী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে।
এদিকে ট্রিবিউনাডটকম জানিয়েছে, নিজেকে ফিরে পেতে এদিন পুরো সকাল সিউটাত এস্পোর্তিভায় কাটিয়েছেন ইয়ামাল। ফিটনেস এবং প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রশিক্ষণের পর, ইয়ামালকে তার তারকা বান্ধবী নিকি নিকোল তুলে নেন।
ইয়ামালের পুরোনো কুঁচকির সমস্যা সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলের হয়ে খেলার সময় ফের মাথাচাড়া দেয়। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। আংশিক সেরে ওঠার পর পিএসজির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেললেও ম্যাচ শেষে খোঁড়াতে দেখা যায় তাকে। পরে জানা যায়, তার ইনজুরি আরও বেড়েছে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে তাকে ফিরে পেতে চায় বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর।
আইকে/এসএন