শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী আমেজে ভাসছে। নির্বাচনের মাত্র ২ দিন বাকি আর সোমবার (১৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ দিনেও প্রার্থীরা জয় করতে মরিয়া ভোটারদের মন।

সংশোধিত তপসিল অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এদিকে সোমবার সকাল থেকেই স্টেশন, ঝুপড়ি, মূল ফটকসহ, বিভিন্ন অনুষদে প্রার্থীদের পদচারণায় সরব হয়ে ওঠে ক্যাম্পাস। লিফলেট হাতে হাসি মুখে প্রচারণার শেষ দিনেও যেন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে। সোমবার রাত ১২টা পর্যন্ত প্রচারণার মাধ্যমে শেষ হবে এবারের চাকসু নির্বাচনের প্রচারণা।

তবে, প্রচলিত প্রচারণার ধারার বাহিরে দেখা গেছে কিছু অভিনব আয়োজনও। কেউ স্কেটিং করে প্রচারণা চালাচ্ছেন, কেউ আবার চার্লি চ্যাপলিনের সেজে শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি নির্বাচনী আমেজে যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ বিরতির পর এমন নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তারা এমন নেতৃত্বই চান, যারা সত্যিকারের শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।

স্বতন্ত্র দপ্তর সম্পাদক প্রার্থী তাহসান হাবীব বলেন, ‘সকাল থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। যেসব জায়গায় আমি নিজে যেতে পারছি না, সেখানে আমার ছোট ভাই ও বন্ধুরা প্রচারণায় অংশ নিচ্ছে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো। তবে প্রশাসনের উচিত যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ও সুচিন্তিত পদক্ষেপ নেওয়া, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’

বৈচিত্র্য ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘আমরা ঝুপড়ি থেকে শুরু করে ট্রেন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়েছি। দুপুরে আমাদের প্রজেকশন মিটিংও অনুষ্ঠিত হয়েছে। আমরা পোলিং এজেন্ট নিয়ে কিছুটা সংশয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল প্রত্যেকটি রুমে অন্তত একজন পোলিং এজেন্ট হিসেবে রাখা যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের বিষয়টিও আমরা প্রশাসনের কাছে উত্থাপন করেছি, কিন্তু তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি।’

ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন বলেন, ‘প্রচারণা শুরুর দিন থেকেই আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। মাঝখানে ক্যাম্পাস বন্ধ থাকায় আমরা অনলাইনে প্রচার-প্রচারণা চালিয়েছি। ক্যাম্পাসে বা আশপাশের কটেজে থেকে তাদের কাছে কাছে গিয়ে তাদের কথাগুলো শুনেছি । শেষ মুহূর্তে প্রার্থী ও শিক্ষার্থী সবাই চাকসুকেন্দ্রিক আলাপ-আলোচনা করছেন। ক্যাম্পাসে উৎসবের অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে, যা বিগত সময়ে ভাবাও অসম্ভব ছিল।’

ছাত্রদলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা সকাল থেকেই প্রচারণা চালাচ্ছি এবং দিনব্যাপী এ প্রচারণা চলছে, যেহেতু আজকে শেষ দিন। আমরা অনেক আশাবাদী এবং আমরা অনেক সাড়া পাচ্ছি। নির্বাচন নিয়ে আমরা কিছুটা সংশয় প্রকাশ করছি কারণ নির্বাচনের পূর্বে আমরা যেসব অভিযোগ দিয়েছি তা কতটুকু সমাধান করেছে তা আমরা এখনো বলতে পারি না।’

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নতুন পোশাকে দায়িত্ব পালন করছে সিলেটের ট্রাফিক পুলিশ Nov 28, 2025
img
‘তৃতীয় বিশ্বের দেশগুলো’ থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধ করছে যুক্তরাষ্ট্র! Nov 28, 2025
img
ছুটির দিনে আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ Nov 28, 2025
img
ব্রিসবেনেও নেই কামিন্স, স্কোয়াড অপরিবর্তিত অস্ট্রেলিয়ার Nov 28, 2025
img
হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: শফিকুল আলম Nov 28, 2025
img
পরীক্ষা চলাকালে হলে ঢুকে ছাত্রদল নেতার কলম ও চকলেট বিতরণ Nov 28, 2025
img
আয়ারল্যান্ডের জয়ের পেছনের কৌশল জানালেন টাকার Nov 28, 2025
img
ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সরকার ও পিটিআই Nov 28, 2025
img
অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না : বিসিআই সভাপতি Nov 28, 2025
img
চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম মাংসের খামার Nov 28, 2025
img
বিরল খনিজের সন্ধানে নজর ভারতের Nov 28, 2025
লাভ অ্যান্ড ওয়ারে রেট্রো লুকে আলিয়া ভাট Nov 28, 2025
img
ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল ৭ জনের Nov 28, 2025
img
মায়ের নীরব সমর্থন নিয়ে রাজ চক্রবর্তীর আবেগঘন বার্তা Nov 28, 2025
img
কামালকে দিয়েই শুরু, এরপর একে একে: প্রেস সচিব Nov 28, 2025
img
শান্তিচুক্তির জন্য শর্ত দিলেন পুতিন Nov 28, 2025
img
ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র Nov 28, 2025
img
পর্তুগালের ঘরে বিশ্বকাপ শিরোপা Nov 28, 2025
img
বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ Nov 28, 2025
img
শাবিপ্রবিতে যাচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম Nov 28, 2025