চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩৮) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
সোমবার রাত ১১টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন জাহিদ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাহিদকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পিএ/টিএ