২০ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (JEC) নবম বৈঠকে বসতে যাচ্ছে। আগামী ২৭শে অক্টোবর ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা।
দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকটি ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
আসন্ন জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অন্যদিকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির অর্থনৈতিক বিষয়কমন্ত্রী আহাদ খান চিমা। বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবে। আহাদ খান চিমার ঢাকা সফরকালে জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই এবারের জেইসি বৈঠকে দুই দেশ সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত এবং ব্যাংকিংসহ সংশ্লিষ্ট খাতে ভবিষ্যতে কীভাবে সহযোগিতা এগিয়ে নেওয়া যায়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।
ইএ/টিকে