চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অতীশ দীপঙ্কর হলের ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায় ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। অপরদিকে, শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম রনির পক্ষে ভোট পড়েছে ৯০টি।
জিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাফায়াত সাঈদ বিন হাবিব ১৬৪ ভোট, বৈচিত্রের ঐক্য প্যানেলের সুদর্শন চাকমা ১৩১ ভোট ও শিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থী তৌফিকের প্রাপ্ত ২৬৬ ভোটের বিপরীতে ৪৫ ভোট পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মুন্না।
আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
উল্লেখ্য, চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
এমআর