নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা

অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান সফর শুরু করেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই তারা হোঁচট খায় জাপানের বিপক্ষে।

প্রথমার্ধে দ্বিগুণ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো সেলেসাওরা জাপানের কাছে হেরেছে। সেই হতাশা ঝেড়ে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল।

নভেম্বর উইন্ডোতে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও তাদের দুই প্রতিপক্ষই আফ্রিকান দেশ। এটাও অবশ্য আগেই ঠিক করা ছিল যে, নভেম্বরে সেলেসাওরা মহাদেশটির দুটি দলের মুখোমুখি হবে। যদিও ওই সময় প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত হয়নি। ১৫ নভেম্বর সেনেগাল এবং ১৮ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই সূচি সাজানো হয়েছে।

চলতি বছরের নভেম্বরেই ফিফার উইন্ডো শেষ হবে। এরপর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে পরের বছরের মার্চে। ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে সিবিএফ ও কোচ কার্লো আনচেলত্তি। এ ছাড়া জুনে বিশ্বকাপের আগমুহূর্তে শেষবারের মতো নিজেদের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় খেলতে চায় ব্রাজিল। স্বদেশি ফুটবলভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য। অবশ্য ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয়।



এদিকে, এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সেনেগালের বিপক্ষে সর্বশেষ ২০২৩ সালের মার্চে খেলে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল। হেরেছিল ৪-০ ব্যবধানে। তারও আগে ২০১৯ সালে দুই দলের প্রীতি ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। তার মানে আফ্রিকান দেশটির বিপক্ষে তৃতীয় দেখায় প্রথম জয়ের লক্ষ্য থাকবে সেলেসাওদের। অন্যদিকে, তিউনিসিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপের প্রস্তুতি সারতে ২০২২ সালের সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে তারা ৫-১ ব্যবধানে জেতে। এর আগে ১৯৭৩ সালে দুই দলের প্রীতি ম্যাচে ব্রাজিল জয় পায় ৪-১ গোলে।

প্রসঙ্গত, চলতি মাসে জাপানের বিপক্ষে নেমে প্রথমবার হেরে কিছুটা ব্যাকফুটে ব্রাজিল। দলটির হেভিওয়েট কোচ আনচেলত্তি এখনও নিজের পছন্দের সমন্বয় খুঁজছেন। ফলে বিভিন্ন পজিশনে তাকে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে হতে যাওয়া প্রীতি ম্যাচ দেখেই সেরা খেলোয়াড়দের সমন্বয়ে স্কোয়াড গড়ায় মনোযোগ সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। তার অধীনে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্রাজিল ৩ জয়, এক ড্র ও দুটি হার দেখেছে। সাফল্যের হার ৫৫.৬ শতাংশ।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বিবৃতি দিলো সরকার Oct 17, 2025
img
আত্মপ্রকাশ করলো ‘জাতীয় শ্রমিক শক্তি’ সংগঠন Oct 17, 2025
img
তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড,তদন্তে নেমেছে নির্বাচন কমিশন Oct 17, 2025
img
কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করার নাম জাতীয় ঐক্য নয়: নাহিদ Oct 17, 2025
img
নেপালের প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা আর নেই Oct 17, 2025
img
রাকসুতে ছাত্রদল প্যানেল থেকে একমাত্র বিজয়ী নার্গিস Oct 17, 2025
img
ভারত সিরিজের আগে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি অস্ট্রেলিয়া Oct 17, 2025
img
শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত, আপনাদের প্রতি চির কৃতজ্ঞ : এষা Oct 17, 2025
img
রুশ তেল নিয়ে ট্রাম্প-মোদী ফোনালাপই হয়নি, দাবি ভারতের Oct 17, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অনেকটাই ন্যায্য : উপ প্রেস সচিব Oct 17, 2025
img
জুলাই শহীদ পরিবারদের অবস্থান, সংসদ ভবনে ‘জুলাই সনদ’ অনুষ্ঠানের অচলাবস্থা Oct 17, 2025
img
রাকসুর জিএস পদে জয়ী সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার Oct 17, 2025
img
আমি ১৬ মাসের গর্ভবতী : সোনাক্ষী সিনহা Oct 17, 2025
img
জাতীয় সংসদের ১২ নম্বর গেটে বসে পড়েছেন জুলাই যোদ্ধারা Oct 17, 2025
img
সরকারি হাসপাতালে বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা Oct 17, 2025
img
জামায়াত একটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে : জাহেদ উর রহমান Oct 17, 2025
img
আমাদের বোধহয় আর মুক্তি নেই, সেই একই ধারা অব্যাহত আছে: জিল্লুর রহমান Oct 17, 2025
img
আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে Oct 17, 2025
img
শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশের বেশি সম্ভব নয় : শিক্ষা উপদেষ্টা Oct 17, 2025
img
পদত্যাগ করছেন লাতিন আমেরিকার মার্কিন সামরিক প্রধান Oct 17, 2025