২০২৬ বিশ্বকাপের প্রথম ধাপে বিক্রি হলো ১০ লাখ টিকিট

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে গত ১ অক্টোবর প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচ দেখতে প্রথম ধাপে ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে ফিফা। 

জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। যদিও ৪৮ দলের মধ্যে এ পর্যন্ত ২৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় বাকি ৭টি দেশ যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন ভেন্যুতে কী পরিমাণ চাহিদা, তা অবশ্য জানায়নি ফিফা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিবৃতিতে বলেন, বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীরা এ আয়োজনে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন, তা নিয়ে আমি রোমাঞ্চিত। অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে। পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপটি যে সারা বিশ্বের সমর্থকদের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে, এটা তার দারুণ এক ইঙ্গিতও।



 প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া। এবারও ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।

দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। ৫ ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি।

টুর্নামেন্টের আগমুহূর্তে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কেনা যাবে। পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মও চালু করেছে।

সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ক্যাটাগরি ১ সবচেয়ে ভালো আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উঁচু অংশে। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারণে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থাও চালু করছে ফিফা।

স্টেডিয়ামের ধারণক্ষমতার হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকার ১৬টি ভেন্যু মিলিয়ে ১০৪টি ম্যাচে মোট আসনসংখ্যা প্রায় ৭১ লাখ। এর মধ্যে কতটি আসন সাধারণ দর্শকের জন্য বিক্রির আওতায় আসবে, তা এখনো জানা যায়নি।

টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। বেশির ভাগ ম্যাচেই দাম অনেক বেশি। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ইনগলউডে সোফি স্টেডিয়ামে, যেখানে টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলারের মধ্যে।

আরপি/ এসএন


Share this news on:

সর্বশেষ

img
জুলাই যোদ্ধাদের ওপর হামলা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ Oct 18, 2025
img
লালনের গানে মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : ফরিদা আখতার Oct 18, 2025
img
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ রয়েছে : ধর্ম উপদেষ্টা Oct 18, 2025
img
মিস্টারবিস্টের সঙ্গে এক ফ্রেমে বলিউডের তিন খান, ঘটনা কী? Oct 18, 2025
img
বায়ুদূষণে আজ পঞ্চম ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Oct 18, 2025
img
জুবিন গার্গের মৃত্যুতে স্থগিত ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের ১০ম আসর Oct 18, 2025
img
নুসরাতের পোস্টে যশের খুনসুটি মন্তব্য, লজ্জা পেলেন নায়িকা Oct 18, 2025
img
মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ Oct 18, 2025
img
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক Oct 18, 2025
img
লিগ খেলতে অ্যাশেজে ইংল্যান্ডের কোচিং স্টাফে থাকবেন না সাউদি Oct 18, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 18, 2025
এনসিপিসহ চার বাম দলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন Oct 18, 2025
নির্বাচন কীভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের ড. ইউনূস Oct 18, 2025
আইনি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষরে অংশগ্রহণ নয় : এনসিপি Oct 18, 2025
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে ঘাটতি কমানোর কৌশল আলোচনায় Oct 18, 2025
নতুন বাংলাদেশের জন্ম হলো আজ: ড. ইউনূস Oct 18, 2025
img
অর্ধেকেরও কম রাজনৈতিক দল মিলে জাতীয় ঐকমত্য করেছে: মাসুদ কামাল Oct 18, 2025
img
জুলাই সনদ রাজনৈতিক বাস্তবতা নাকি পরিকল্পিত নাটক: জিল্লুর রহমান Oct 18, 2025
img
নেতানিয়াহুর দেশের সাথে সম্পর্ক গড়বে সৌদি, আশা ট্রাম্পের Oct 18, 2025
img
ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না: জয়া আহসান Oct 18, 2025