শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের ভুখা মিছিল আজ

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। আজ রবিবার দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি হাতে ভুখা মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

আজ (গতকাল) কালো পতাকা হাতে সব শিক্ষক রাস্তায় নেমে আসেন। রবিবার আমরা থালা-বাটি হাতে ভুখা মিছিল করব। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।’ এর আগে গতকাল দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন শিক্ষক-কর্মচারীরা।

মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে করে। এ সময় তাঁরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ‘সি আর আবরার, আর নেই দরকার’এই স্লোগান দিতেও শোনা যায়।
সমাবেশে শিক্ষকরা বলেন, ‘দেশের মন্ত্রী, আমলাদের বাড়িভাড়া শুধু নয়, পুরো বাড়িই লাগে।

কিন্তু আমরা ন্যায্য বাড়িভাড়া পাচ্ছি না। এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে, বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি, কিন্তু শোনার কেউ নেই। আমাদের অল্প এই দাবি মেনে নিতে না পারলে শিক্ষা উপদেষ্টার আর থাকার প্রয়োজন নেই।’ শিক্ষকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আপনাদের (শিক্ষক) দাবি আদায়ে যদি সচিবালয়, যমুনা ঘেরাও করা লাগে, আপনাদের সঙ্গে আমরাও যাব।

আপনাদের দাবি আদায়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে আছে, আমরা আপনাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।’ রাশেদ খাঁন বলেন, ‘শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। কিন্তু আমলাদের অনেকে দুর্নীতি করে। তারা গাড়ি পায়, বাসা পায়, শিক্ষকরা কী পায়? শিক্ষকদের বেতন-ভাতা অবশ্যই বাড়াতে হবে।’

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দুজন। তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ হওয়া দুই শিক্ষক-কর্মচারী হলেন হাবিবুর রহমান ও ঝর্ণা। এঁদের মধ্যে হাবিবুর রহমান বরগুনার একটি প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী। ঝর্ণা সহকারী শিক্ষক।  বিষয়টি নিশ্চিত করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার বলেন, ‘তিন দফা দাবিতে আন্দোলনরত দুই সহযোদ্ধা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জানা যায়, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, চিকিত্সা ভাতা এক হাজার ৫০০ টাকা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উত্সব ভাতার দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে নামেন শিক্ষকরা। ওই দিন শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক-কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। গত মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ শিক্ষকদের বাধা দেয়। গত বুধবার তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনের ষষ্ঠ দিন গত শুক্রবার থেকে শহীদ মিনারে শতাধিক শিক্ষক অনশন শুরু করেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায় Jan 18, 2026
img
ভারতে খেলতে অনিচ্ছুক আয়ারল্যান্ডও Jan 18, 2026
img
বিচার বিভাগ নিজেই নিজেকে স্বাধীন ভাবতে চায় না: শামীম হায়দার Jan 18, 2026
img
হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আভাস Jan 18, 2026
img
পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 18, 2026
img
হলিউডে বেতনবৈষম্য নিয়ে মুখ খুললেন গেম অব থ্রোনসের এমিলিয়া ক্লার্ক Jan 18, 2026
img
ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল সভাপতি Jan 18, 2026
img
২৪-এর অভ্যুত্থানে যারা যুক্ত ছিলেন না তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে: নজরুল ইসলাম Jan 18, 2026
img
সৌদি আরব এখন বৈশ্বিক শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশীদার: ইইউ Jan 18, 2026
img
পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের Jan 18, 2026
img
ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইলন মাস্কের Jan 18, 2026
img
খামেনি একজন 'অসুস্থ মানুষ' মন্তব্য ট্রাম্পের Jan 18, 2026
img
দলের স্বার্থেই আকবর-রিপনকে কাজে লাগাচ্ছে রাজশাহীর কোচ তারেক Jan 18, 2026
img
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত Jan 18, 2026
img
ইসির সামনে জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা Jan 18, 2026
img
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো Jan 18, 2026
img
কেন কোনও ‘ফিল্মি পার্টি’-তে যান না মিঠুন চক্রবর্তী? Jan 18, 2026
img
ঐশ্বরিয়ার সঙ্গে কোন ছবির শুটিংয়ে হাসিখুশি থাকতেন সালমান খান, মন্তব্য কুমার শানুর Jan 18, 2026
img
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল Jan 18, 2026
img
অক্ষয়-টুইঙ্কলের দাম্পত্যের ২৫ বছর , বিয়ের আগে জামাইকে কেন সতর্ক করেন ডিম্পল? Jan 18, 2026