অন্তর্জালে ঝড় তুলেছে চিংস ডিজি চায়নিজ-এর নতুন বিজ্ঞাপনের ফার্স্ট লুক। শুক্রবার প্রকাশিত হওয়া মাত্রই মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি। আর তা ভাইরাল হওয়ার অন্যতম কারণ- এর বিপুল বাজেট। জানা গেছে, এই বিজ্ঞাপনের নির্মাণ ব্যয় প্রায় ১৫০ কোটি রুপি, যা ভারতের বিজ্ঞাপন ইতিহাসে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন দক্ষিণী সুপারহিট পরিচালক অ্যাটলি কুমার, যিনি ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অ্যাটলির ঐতিহ্যবাহী অ্যাকশন স্টাইলে তৈরি এই বিজ্ঞাপনে প্রধান ভূমিকায় রয়েছেন বলিউডের বড় তারকা রণবীর সিং, যিনি এখানে এক গুপ্তচর এজেন্টের চরিত্রে আবির্ভূত হয়েছেন। বিপরীতে দেখা যায় দক্ষিণী তারকা শ্রীলীলাকে, আর খলনায়কের ভূমিকায় রয়েছেন ববি দেওল।
১৫০ কোটি রুপি বাজেটের এই বিজ্ঞাপনকে বলিউড সিনেমার তুলনায় অনেকগুণ ব্যয়বহুল বলে অভিহিত করা হচ্ছে। রণবীর এর আগেও চিংস ব্র্যান্ডের বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন, তবে এবার অ্যাটলির হাত ধরে তাঁদের এই নতুন প্রজেক্টকে বলিউড ও বিজ্ঞাপনের এক নতুন যুগের সূচনা বলে মনে করা হচ্ছে।
শনিবার প্রকাশিত এই ফার্স্ট লুকের পর থেকেই চলছে তুমুল আলোচনা। দর্শক এবং নির্মাণ সংস্থা উভয়েই অপেক্ষায় আছেন বিজ্ঞাপনে আরও কোন চমক লুকিয়ে আছে তা জানার জন্য।
অন্যদিকে, রণবীর বর্তমানে তার পরবর্তী ছবি ‘অ্যাডি’র শুটিংয়ে ব্যস্ত, যেখানে তার সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা সিনেমাটি।
এসএন