চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের গেজেট প্রকাশের সম্ভাব্য সময় এই সপ্তাহের মঙ্গলবার এবং শপথ গ্রহণ হবে বৃহস্পতিবার। চাকসু নির্বাচন কমিশনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (১৯ অক্টোবর) রাতে তিনি বলেন, গেজেট প্রকাশিত হওয়ার পর মোটামুটি নির্বাচন কমিশনের কাজ শেষ। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভবত বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে। পরবর্তীতে প্রতিটি হল তাদের প্রভোস্ট কর্তৃক হল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ পরিচালনা করবে।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদের ২৪টিতেই বিজয় অর্জন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।
এসএস/টিএ