বঙ্গোপসাগরে মঙ্গলবারের (২২ অক্টোবর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার সম্ভাবনা তেমন একটা নেই। সব মিলিয়ে আগামী কিছুদিন দেশের আবহাওয়াও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (১৯ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘আগামী কিছুদিন পরিস্থিতি কম-বেশি একই রকম থাকতে পারে। বৃষ্টি হলেও মূলত চট্টগ্রাম বিভাগে সামান্য হতে পারে। আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এ ছাড়া দু-এক দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাব্য লঘুচাপটির প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা খুব কম। এটি ভারতের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি।’
শনিবার (১৮ অক্টোবর) দেশের বেশির ভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ৫টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলায়, ৭ মিলিমিটার।
এমআর/এসএন