বিটিআরসিকে ২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দাবি করা ১২ হাজার ৫৭৯ কোটি টাকার মধ্যে শর্তসাপেক্ষে ২০০ কোটি টাকা পরিশোধ করতে রাজি হয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চে এ কথা জানান গ্রামীণফোনের আইনজীবী শেখ ফজলে নূর তাপস।

এর বিরোধিতা করে বিটিআরসির আইনজীবী মাহবুবে আলম গ্রামীণফোনের কাছে পাওনা আদায়ে বিটিআরসির নোটিস স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার স্থগিতের আর্জি জানান।

তবে আদালত তাতে সায় না দিয়ে এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন রেখেছেন।

শুনানিতে তাপস বলেন, গত ৩ অক্টোবর দুই অপারেটরের সঙ্গে অর্থমন্ত্রী ও টেলিযোগাযোগমন্ত্রীর সমঝোতা বৈঠকে বিটিআরসির আরোপিত প্রতিবন্ধকতাগুলো তুলে নেয়াসহ বিভিন্ন শর্তে ২০০ কোটি টাকা পরিশোধের যে প্রস্তাব দেয়া হয়েছে, গ্রামীণফোন সেভাবেই এগোতে চায়।

মাহবুবে আলম এ প্রস্তাবের বিরোধিতা করে আদালতকে বলেন, অন্তত পাওনার ৫০ ভাগ অর্থ গ্রামীণফোনকে জমা দিতে হবে। এরপর বাকি অর্থ পরিশোধের বিষয়ে আলোচনা হতে পারে।

আইনজীবী ফজলে নূর তাপস ছাড়াও গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, আইনজীবী মেহেদী হাসান চৌধুরী, শরীফ ভূঁইয়া ও আইনজীবী তানিম হোসেইন শাওন। বিটিআরসির পক্ষে আরও ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: