রাজধানীর মতিঝিল এলাকার মেট্রোরেল স্টেশনের পাশে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নির্মাণাধীন ওই ভবনের সামনে দেয়া চট বা ত্রিপল থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী মিলন মিয়া জানান, ‘প্রথমে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সামনে দেয়া চটে আগুন ধরে যায়। এরপর পুরোটা পুড়ে নিচে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তারেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করছেন।’
এদিকে মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা এই অগ্নিকাণ্ডের জন্য নির্মাণকাজের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। মেট্রোরেলের নিরাপত্তা কর্মী আব্দুল কাদের বলেন, ‘মেট্রোরেল স্টেশনের এত কাছে কনস্ট্রাকশন কাজ চলে। আমরা বারবার নিষেধ করেছি মেট্রোরেল চলাকালীন যেন ঝালাইয়ের কাজ না করে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা আরও জানান, দমকল বাহিনীকে খবর দেয়া হলেও তারা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।
তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যস্ত সময়ে মেট্রোরেল স্টেশনের পাশে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কেএন/টিকে