কারিশ্মা কপূর এবং সঞ্জয় কপূরের সম্পত্তি সংক্রান্ত আইনি টানাপড়েন ঘিরে এখন বলিউডে আবারও আলোচনার ঝড়। প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার বিশাল সম্পত্তির মধ্যে কারিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ানকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা। কিন্তু এখানেই শেষ নয়। আরও প্রাপ্য দাবি জানাতেই কারিশ্মার পক্ষ আদালতের দ্বারস্থ হওয়ায় সামনে আসে নতুন বিরোধ। সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের আইনজীবীর প্রশ্ন— “ওদের আর কত চাই?” সেই মন্তব্যের জবাবেই এবার শক্ত হাতে লড়াইয়ের পথ বেছে নিয়েছেন কারিশ্মা।
এই লড়াই যেন নতুন নয় তার জীবনে। বলিউডের ‘জ়ুবেইদা’ ছবিতে জাতীয় পুরস্কার পাওয়া কারিশ্মার বাস্তব জীবনেও এতটাই সংঘর্ষ। বিয়ের পর থেকেই গার্হস্থ্য নির্যাতন, এমনকি ফুলশয্যার রাতে তাঁকে প্রায় নিলাম তোলার মতো অপমানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছিল— এমনটাই দীর্ঘদিন ধরে প্রচলিত অভিযোগ। বহু বছর ধরে টালমাটাল সম্পর্কের পর বিচ্ছেদ, তারপর আবার প্রাক্তনের সঙ্গে ধীরে ধীরে সৌহার্দ্য তৈরি— অবশেষে সঞ্জয়ের মৃত্যুর পর আবার নামলেন নতুন লড়াইয়ের অগ্নিপরীক্ষায়।
কারিশ্মার এই দৃঢ়তার সামনে হাততালি পড়ল খোদ বাস্তবের ‘জ়ুবেইদার’ পুত্র খালিদ মহম্মদের কাছ থেকে। নামি চলচ্চিত্র সমালোচক খালিদ লিখলেন— “লোলো, সমস্ত প্রতিকূলতার বিপক্ষে তুমি শক্তি হয়ে দাঁড়িয়েছ।” তাঁর এই উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়ায় হৃদয়ের চিহ্ন দিয়ে উত্তর দিয়েছেন করিশ্মা। এত দিন নীরব থাকা এই অভিনেত্রীর সেই প্রতিক্রিয়া যেন ইঙ্গিত দিচ্ছে— তিনি এবার নিজের সন্তানের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নীরব নন, প্রস্তুত।
বলিউডের অন্দরমহলে এখন প্রশ্ন— সঞ্জয়ের বিপুল সম্পত্তির দখল নিয়ে শেষ পর্যন্ত কোথায় গড়াবে কারিশ্মা ও প্রিয়ার দ্বন্দ্ব? তবে আপাতত সোশ্যাল মিডিয়া জুড়ে কারিশ্মার লড়াইকে সম্মান জানিয়ে সমর্থনের স্রোত বাড়ছেই।
আরপি/এসএন