বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় ছিলেন রোমান্টিক ছবির সোনালি যুগের প্রতীক। এক সাক্ষাৎকারে নিজের সহঅভিনেতাকে নিয়ে এক মজার মন্তব্য করেছেন ঋতুপর্ণা।
তিনি বলেন, “আমি আর প্রসেনজিৎ ছিলাম টম অ্যান্ড জেরি। আমাদের ঝগড়াটাও হিট ছিল, প্রেমটাও হিট ছিল (পর্দায়)।”
নব্বইয়ের দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিক পর্যন্ত এই জুটি পরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাঁদের মধ্যে পর্দার রসায়ন এতটাই জনপ্রিয় ছিল যে, দর্শকরা তাঁদের দেখা মানেই ভরসা পেতেন এক মিষ্টি প্রেমের গল্পের।
প্রসেনজিৎ–ঋতুপর্ণার জুটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে সপ্তপদী, মনে পড়ে তোমায়, স্বামী কা প্রেম, প্রতিদ্বন্দ্বী–এর মতো অসংখ্য হিট সিনেমা।
আজও বাংলা চলচ্চিত্রপ্রেমীরা তাঁদের নাম একসঙ্গে উচ্চারণ করেন এক নস্টালজিয়ার ছোঁয়ায়।
এমআর/টিকে