অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বললেন, অতীতের শিল্পীরা আজকের মতো আর্থিক স্বাচ্ছন্দ্য পাননি। তাঁদের জীবনে ছিল সংগ্রাম, ছিল শিল্পের প্রতি নিখাদ ভালোবাসা।
তিনি বলেন, “তখনকার শিল্পীদের এত ব্যবসা বুদ্ধি ছিল না। প্রচুর টাকা–পয়সা থেকে যাবে, এমন ছিল না। সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি আমরা। জীবনের সংগ্রামটা দেখেছি।”
গৌরবের মতে, আগের প্রজন্মের অভিনেতারা মূলত শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতেন, আর্থিক হিসাব, নিকাশ তাঁদের কাছে ছিল গৌণ।সিনেমা বা নাটক তাঁদের কাছে ছিল নেশার মতো, যেখানে প্রাপ্তির চেয়ে ত্যাগটাই ছিল বেশি।
বর্তমান সময়ে শিল্পীদের জীবনযাপন অনেক বদলে গেছে। ডিজিটাল মাধ্যমের প্রসার, ব্র্যান্ডিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব আজকের শিল্পীদের আরও বাণিজ্যিক করে তুলেছে। তবে গৌরবের কথায় বোঝা যায়, সেই পুরোনো দিনের শিল্পচর্চায় ছিল একধরনের আন্তরিকতা ও সংগ্রামের সৌন্দর্য, যা আজও অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের কাছে।
এমআর/টিকে