সিলেট নগরীর পাঠানটুলার ঐতিহাসিক ও স্থাপত্য নন্দন ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ রোববার (২৬ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদফতর। কিন্তু প্রশাসনের ওই আদেশ অমান্য করে বাড়ি ভাঙ্গার কাজ অব্যাহত রাখা হয়েছে। ফলে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ব্যানারে মানববন্ধন করেন সিলেটের সংস্কৃতি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ সুধিজনরা।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির মূল ফটক তালাবদ্ধ করে বাড়ি ভাঙ্গার কাজ অব্যাহত রাখা হয়। এর আগে শুক্রবার সকালে স্থাপনাটি পরিদর্শনে যান প্রত্নতত্ত্ব অধিদফতরের গবেষণা সহকারী মো: ওমর ফারুক। পরিদর্শন শেষে তিনি জানান, ‘স্থাপত্যটির ঐতিহাসিক মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে হবে।’
এদিকে তার নির্দেশের পরেও বাড়িটির ভাঙ্গার কাজ চালু রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। এদিন দুপুর ১২টার দিকে সিলেটের সোয়া শতাব্দীর এ ঐতিহাসিক দৃশ্যনন্দন বাড়ি ভাঙ্গা বন্ধ ও রাষ্ট্রীয়ভাবে তা সংরক্ষণের দাবিতে বাড়ির প্রধান ফটকের সামনে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ব্যানারে মানববন্ধন করেন সিলেটের সংস্কৃতি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ সুধিজনরা। মানববন্ধন থেকে অবিলম্বে বাড়ি ভাঙ্গা বন্ধ করে তা যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
এবি/টিকে