বিয়ের পর অভিনেত্রী তাপসী পান্নু নাকি স্থায়ীভাবে বিদেশে পাড়ি জমিয়েছেন, এমন খবর প্রকাশ করে একটি বিনোদন পোর্টাল। তবে বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন তাপসী নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, “এটা একেবারেই ভুল খবর। এমন ভুয়া শিরোনাম কেবল নজর কাড়ার জন্য বানানো হয়।”
তাপসীর ভাষায়, “আমি তখন মুম্বাইয়ের আর্দ্র গরমে বসে ডোসা খাচ্ছিলাম, আর ওরা লিখেছে আমি নাকি ডেনমার্কে গিয়ে উঠেছি!”
তাপসী ব্যাখ্যা করে বলেন, এক সাক্ষাৎকারে তিনি শুধু উল্লেখ করেছিলেন যে তাঁর স্বামী মথিয়াস বোয়ের বাবা–মা ডেনমার্কে থাকেন। সেখান থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত।
“আমি কোথাও বলিনি যে আমি বিদেশে গিয়ে থাকছি,” যোগ করেন তিনি।
ক্লিকবেইট শিরোনাম ও ভুয়া প্রচারণার প্রবণতা নিয়ে তিনি কড়া সমালোচনা করেন। তাপসীর মতে, “সংবাদমাধ্যমের উচিত একটু ধীরে চলা এবং খবর প্রকাশের আগে সামান্য গবেষণা করা। ‘ভারত ছাড়ে বিদেশে চলে গেলেন’, এমন মনগড়া খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়।”
২০২৪ সালের মার্চ মাসে সাবেক ব্যাডমিন্টন তারকা মথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাপসী পান্নু। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সংযত থাকা এই অভিনেত্রী এবার স্পষ্ট জানিয়ে দিলেন, গুজব ছড়ালে তিনি চুপ করে থাকবেন না।
অভিনয়ের দিক থেকে সম্প্রতি তিনি অভিনয় করেছেন খেল খেল মেঁ ছবিতে। সামনে মুক্তি পাবে গান্ধারী ও ও লড়কি হ্যায় কহাঁ, দুটি আলোচিত ছবি, যেখানে নতুন রূপে দেখা যাবে তাঁকে।
এমআর/টিকে