বাংলাদেশে ইসকনের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) কার্যক্রম নিয়ে তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, ইসকনের কিছু কার্যক্রম বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রশ্নবিদ্ধ হতে পারে।
শনিবার সন্ধ্যায় সংগঠনটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে নিবন্ধন বা সরকারি অনুমোদন ছাড়াই ইসকন নানা স্থানে স্থাপনা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে-যা তদন্তের দাবি রাখে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে কিছু আলোচিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইসকনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছিল, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মাওলানা আজিজুল হক বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির মধ্যে বসবাস করে। সেই সম্প্রীতি রক্ষায় সরকারের পাশাপাশি সব ধর্মীয় সংগঠনকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ বিষয়ে ইসকনের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি। তবে সংগঠনটি অতীতে জানিয়েছে, তারা বাংলাদেশে সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং কোনো উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই।