চলতি বছরের জুলাইতে কানাডার মন্ট্রিয়ালে একসঙ্গে ডিনারে দেখা যায় দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরিকে। এরপর থেকেই অন্তর্জালে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জন আরো তীব্র হয় পপ তারকার কনসার্টে ট্রুডোকে দেখে।
এরপর সম্প্রতি এক ইয়টে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এই জুটিকে, যা নিয়ে বিশ্ব গণমাধ্যমে শুরু হয় তোলপাড়।
এ থেকে আর বোঝার বাকি নেই যে, তারা সম্পর্কে রয়েছেন। তবে প্রকাশ্যে এ নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই।
তবে এবার যেন সম্পর্ককে প্রকাশ্যে আনলেন ট্রুডো ও পেরি। কেটি পেরির ৪১তম জন্মদিনে তাদের দুজনকে ফের একসঙ্গে দেখা গেছে।
প্যারিসে এক বিশেষ মুহূর্তে তারা হাতে হাত ধরে বেরোনোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে লন্ডনে অনুষ্ঠিত এক কনসার্টে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়ে কেটি পেরি বলেছিলেন, ‘আমি আর ইংলিশ পুরুষদের প্রেমে পড়ি না।’
দুইজনই সম্প্রতি তাদের আগের সম্পর্ক থেকে আলাদা হয়েছেন। অর্ল্যান্ডো ব্লুমের সঙ্গে গত জুলাই মাসে বিচ্ছেদ ঘটে কেটি পেরির।
অন্যদিকে ট্রুডো সফি গ্রেগোয়ার ট্রুডো থেকে আগস্ট ২০২৩-এ আলাদা হয়েছিলেন। এ ছাড়াও, তিনি চলতি বছরের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে এসেছেন।
আইকে/টিএ