ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতাকে নিয়ে নানা সময়েই চর্চা হয়। এমনকি জায়েদ সামাজিক মাধ্যমে কোনো ছবি দিলে সেটাও মুহূর্তেই ভাইরাল।
এবার জায়েদ খান আলোচনায় এলেন বিয়ের ছবিতে। সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে জায়েদ খানকে দেখা যাচ্ছে, বরের পোশাকে। তার পাশে কনের সাজে এক নারী।
আবার সেই নারীর মুখ ঢেকে দেওয়া। ঠিক এখানেই রহস্য তৈরি হয়েছে। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন জায়েদ খানের পাশে থাকা কনের সাজের মেয়েটি কে?
সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? অনেকেই মজা করে সামাজিক মাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!
তবে যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান জানালেন, এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন।
তবে এটা তার আসল বিয়ে নয়।
আইকে/টিএ