প্রেম, বাস্তবতা আর করোনাকালের ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনগাঁথা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রাজু আলীম। শুধু পরিচালনা নয়, সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি।
সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। এ ছাড়া অভিনয় করেছেন শিপন মিত্র, মাহবুব তূর্য, শিরিন আক্তার শিলা (মিস ইউনিভার্স বাংলাদেশ রানারআপ), আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা প্রমুখ। সংগীত পরিচালনায় রয়েছেন আজম বাবু, আর গানে কণ্ঠ দিয়েছেন মেহরিন, অনিমা রায়, কর্নিয়া, ম্যাক আপেলসহ অনেকেই।
পরিচালক ও অভিনেতা রাজু আলীম বলেন,“এই সিনেমায় আমি অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছি। সবাই খুব ভালো কাজ করেছেন। তবে পপির স্বামী হিসেবে অভিনয় করাটা আমার সবচেয়ে বড় অর্জন। কারণ আমি তো কোনো বড় অভিনেতা বা নায়ক নই। অনেক বছর আগে বিটিভি ও বিভিন্ন চ্যানেলের নাটকে কাজ করেছি। কিন্তু বড় পর্দায় নায়ক হিসেবে এটা আমার প্রথম কাজ— আর সেই অভিষেকেই পপির বিপরীতে! এটা আমার জন্য এক দারুণ অনুভূতি।”
পপি প্রসঙ্গে তিনি আরও বলেন,“শুটিং চলাকালীন একটা মজার ঘটনা ঘটেছিল। তখন মনে হচ্ছিল, পপি যেন সত্যিই প্রেমে পড়ে গেছে! এমনকি আমরা শেষ দৃশ্য— ডিভোর্সের দৃশ্যটা—আগেই ধারণ করে ফেলেছিলাম। কিন্তু পরবর্তীতে পপির বিয়ে হয়ে যায়, মা হন, এবং পরিবার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। তাই সিনেমার কিছু অংশ অসম্পূর্ণ থেকে যায়। তবে সেটা আমরা সলভ করেছি।”
ছবির গল্প সম্পর্কে রাজু আলীম জানান, ‘ভালোবাসার প্রজাপতি’ শুধু প্রেমের গল্প নয়, এর প্রতিটি সিকুয়েন্স ও গানে আছে জীবনের বার্তা। এটি কোনো আর্টফিল্ম বা বাণিজ্যিক ছবি নয়, বরং একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা যেখানে বাস্তবতার সঙ্গে ভালোবাসার মিশেল পাওয়া যাবে।
সিনেমাটি বর্তমানে এডিটিং টেবিলে আছে। ডাবিং ও কালার গ্রেডিংয়ের পর ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে বলে জানিয়েছেন পরিচালক।
আইকে/টিএ