শিল্পের বিকাশ নামে শুধু নামি তারকাদের প্রচার নয়, পর্দার পেছনে পরিশ্রম করা মানুষদেরও যোগ্য মর্যাদা ও সুযোগ দেওয়া উচিত- এমন বার্তা দিয়েছেন টলিউড তারকা জিৎ।
এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি ইন্ডাস্ট্রিকে প্রোমোট করতে চাই, কিন্তু শুধু মুখ নয়; টেকনিশিয়ানদেরও আন্তর্জাতিক মানের সুযোগ দিতে হবে। তাঁরা না থাকলে কোনো সিনেমা হয় না, এটা সবাইকে বুঝতে হবে।”
চলচ্চিত্র অঙ্গনেও দীর্ঘদিন ধরে এ একই আলোচনা চলমান- গুরুত্বহীন থেকে যাওয়া ডিওপি, এডিটর, সাউন্ড ডিজাইনার থেকে শুরু করে সহকারী পরিচালক পর্যন্ত শত শত টেকনিশিয়ান আজও প্রাপ্য সম্মান পান না। ফলে জিতের এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্রপ্রেমী মহলে।