বছর পাঁচেক আগে কৃষক আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্ব ভারত। দিল্লির রাজপথে কাতারে কাতারে শামিল হয়েছিলেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের বিরোধীতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
কৃষক বিক্ষোভে শামিল হওয়া এক বৃদ্ধাকে তিনি ‘শাহিনবাগের দাদি’ বিলকিস বানু বলেও ব্যাখ্যা করেন। পাঁচ বছর পর সেই ঘটনার জন্য এবার ভাতিন্দা আদালতে ক্ষমা চাইলেন কঙ্গনা।
আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, আজ ভাতিন্দায় আসার পর আমার খুব ভালো লাগছে। আমার ভক্তরা এখানে ভিড় করেছেন। কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল।
আমি মাতাজির (বৃদ্ধা) স্বামীকে বিশেষ বার্তা পাঠিয়েছি। তিনি আরো বলেন, ওই পোস্টটি একটি রিটুইট ছিল, যেটি সাধারণ মিম হিসাবে ব্যবহৃত হয়েছিল। আমি মাহিন্দরের (বৃদ্ধা) স্বামীর সঙ্গে এটি নিয়ে আলোচনাও করেছি। সেই সময় দেশব্যাপী একাধিক প্রতিবাদ হয়েছিল।
কেউ একজন ওই মিমের নিচে কমেন্ট করেছিলেন। এর জেরেই বিতর্ক তৈরি হয়। এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখ প্রকাশ করেছি।
প্রসঙ্গত, শুরু থেকেই কৃষক বিদ্রোহের বিরুদ্ধে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন কঙ্গনা। একের পর এক টুইট করেন তিনি।
সেই সময় কৃষক আন্দোলনে শামিল হওয়া মাহিন্দর কৌর নামে এক বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। অনেকেই তাকে ‘শাহিনবাগের দাদি’ বিলকিস বানু বলে ব্যাখ্যা করেন।
কঙ্গনাও একই কাজ করেন। সেই ছবি টুইটারে শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘হা! হা! ইনি তো সেই দাদি, যাকে টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় রাখা হয়েছিল। একে তো ১০০ টাকার বিনিময়েই পাওয়া যায়।’ কঙ্গনার ওই টুইটের তীব্র প্রতিবাদ করেন নেটিজেনরা। সেই ঘটনার পাঁচ বছর পর অবশেষে ক্ষমা চাইলেন অভিনেত্রী।
এবি/টিকে