কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ দীর্ঘদিন ধরে আড়ালে থাকলেও হঠাৎই সামাজিক মাধ্যমে আবারও আলোচনায়। বারবার প্রশ্ন উঠছিল, কেন তিনি মিডিয়ার আলোচনায় আগের মতো সক্রিয় নন। অবশেষে জবাব দিলেন নিজেই। জানালেন, শুধুমাত্র প্রচারের জন্য নয়, বরং নিজে কিছু অর্থবহ সৃষ্টি করতে পারলেই তিনি সামনে আসতে চান। তার ভাষায়, “যদি কিছু ক্রিয়েট করে সামনে আসি, তার মজাটা আলাদা। সেই চেষ্টাটাই করতে থাকি, যেটা মানুষের ভালো লাগবে।”
শুধু উপস্থিতি নয়, দর্শকের মনে দাগ কাটার মতো কাজই তার উদ্দেশ্য এমন স্পষ্ট ঘোষণা অনেকের কাছেই ইঙ্গিত দেয়, জিৎ হয়তো নতুন কিছু পরিকল্পনা নিয়েই অপেক্ষা করছেন। দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে তিনি এখন এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রচারণার ঝলক নয়, বরং কাজের মানই প্রধান।
টলিউডে তার জনপ্রিয়তা আগের মতোই দৃঢ়, কিন্তু একের পর এক নতুন তারকার আবির্ভাবের এই সময়ে জিৎ নিজের অবস্থান ধরে রাখতে চাইছেন একেবারে আলাদা পথে। তাই সম্ভবত ইচ্ছাকৃতভাবেই মিডিয়ার ভিড়ে নিজেকে দূরে রেখে সময় নিচ্ছেন প্রস্তুতি ও চিন্তার পেছনে। তার ইঙ্গিত স্পষ্ট শুধু ক্যামেরায় উপস্থিত হওয়ার জন্য নয়, বরং মানুষের মনে স্থায়ী হয়ে থাকার মতো কাজ নিয়েই ফিরবেন তিনি।
তার এই বক্তব্যে বোঝা যায়, তিনি এখনও দর্শকের অনুভূতি ও প্রত্যাশার জায়গাটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাই ভক্তদের ধারণা, জিৎ খুব শিগগিরই নতুন কোনও বড় প্রকল্প বা ব্যতিক্রমী চমক নিয়ে সামনে আসতে চলেছেন।
এমকে/টিএ