মৌসুমে এক বড় ধাক্কা খেয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। ইন্টার মিলানের বিপক্ষে সিরি’আ ম্যাচে কেভিন ডি ব্রুইন পেনাল্টি থেকে গোল করার সময় হ্যামস্ট্রিংয়ে টান খান। মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তার চোট সারতে সময় নিবে বেশ কিছু মাস। ধারণা করা হচ্ছে ডি ব্রুইনের মাঠে ফিরতে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে।
পেনাল্টি শট নেয়ার পরপরই, ডি ব্রুইন ব্যথা অনুভব করেন। সে সময় বদলি হিসেবে উঠে যেতে চান। মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তার ডান পায়ের হ্যামস্ট্রিং চোট বেশ গুরুতর।
৩৪ বর্ষী এ বেলজিয়ান হ্যামস্ট্রিংয়ে যে চোট পেয়েছেন, তার চিকিৎসার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। ক্লাবটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘ইন্টারের বিপক্ষে খেলার সময় আঘাত পাওয়ার পর কেভিন ডি ব্রুইনের পিনেটা গ্র্যান্ড হাসপাতালে পরীক্ষা করা হয় যেখানে ক্ষত ধরা পড়ে। ইতিমধ্যেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।’
ক্লাব সূত্রে আরও জানা গেছে, ডি ব্রুইন ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে ফিরতে পারবে না। অর্থাৎ তিনি কমপক্ষে তিন থেকে ৪ মাস খেলার সুযোগ পাবেন না। পুরোটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে।
আইকে/টিএ