কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা মা দং-সক, যিনি ডন লি নামেও পরিচিত, যোগ দিচ্ছেন প্রভাসের নতুন ছবি স্পিরিট-এ। এবার সেই গুঞ্জন যেন সত্যি হতে চলেছে।
কোরিয়ান গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ডন লি ভারতীয় সিনেমায় অভিষেক করছেন স্পিরিট ছবির মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, তার সাম্প্রতিক ভারত সফরের মূল কারণও এই ছবিই।
কোরিয়ান সূত্র মুকোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবিটিতে ডন লি অভিনয় করছেন প্রতিপক্ষ চরিত্রে, অর্থাৎ খলনায়কের ভূমিকায়।
প্রতিবেদনে আরও বলা হয়, স্পিরিট’ ছবিটি পরিচালনা করছেন সানদীপ রেড্ডি ভাঙ্গা। এতে প্রভাসকে দেখা যাবে এক অন্ধকারাচ্ছন্ন ক্রাইম থ্রিলার ঘরানার গোয়েন্দার চরিত্রে। ডং-সকের চরিত্রটি হবে প্রভাসের বিপরীতে।
এই খবরে উচ্ছ্বসিত প্রভাসের ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দারুণভাবে আলোচনায় রেখেছেন ডন লির অংশগ্রহণের বিষয়টি।
তবে এখনো পর্যন্ত ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। জানা গেছে, স্পিরিট-এর নিশ্চিত অভিনয়শিল্পীদের মধ্যে আছেন ত্রিপ্তি দিমরি, প্রকাশ রাজ ও বিবেক ওবেরয়। ছবিটি প্রযোজনা করছে ভদ্রকালি পিকচার্স ও টি-সিরিজ ফিল্মস। শিগগিরই শুরু হবে এর নিয়মিত শুটিং।
ইএ/এসএন