মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে জয় ভানুশালি ও মাহি ভিজের দাম্পত্য ভাঙনের খবর। চৌদ্দ বছরের সংসার, তিন সন্তানের বাবা-মা — তবু নাকি মাস কয়েক ধরে এক ছাদের নিচে থাকছেন না দুজন। শুরুতে উভয়েই নীরব থাকলেও গুঞ্জন যখন চরমে, তখনই মাহি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে জানিয়ে দেন — মিথ্যে খবর ছড়ালে তিনি আইনি পথে হাঁটবেন। ইনস্টাগ্রামে এক মন্তব্যে সরাসরি ‘আইনগত পদক্ষেপ’-এর হুঁশিয়ারিও দেন তিনি।
কিন্তু প্রশ্ন ঘনাচ্ছে আরও বেশি — যদি সত্যিই সব ঠিক থাকে, তবে কেন বহুদিন ধরে জয়-মাহিকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না? কেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল তাঁদের যুগল ছবির পোস্ট? তাঁদের ঘনিষ্ঠ সূত্র বলছে, দীর্ঘ চেষ্টার পরও দাম্পত্য টিকিয়ে রাখা যায়নি। বহু দ্বন্দ্ব মেরামতের পর শেষমেশ জয় চলে যান আলাদা বাসায়। জুলাই-আগস্টের মধ্যেই নাকি দুজন আইনি বিচ্ছেদের পথে হাঁটেন নিঃশব্দে।
তবে নিজেদের বিরোধকে এতদিন আড়াল করে রাখার কারণ নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। মাহি নাকি বন্ধুমহলে জানিয়েছেন — সমাজ এখনো সিঙ্গল মাদার বা ডিভোর্সি নারীকে অন্য চোখে দেখে, সন্তানদের ভবিষ্যৎও প্রভাবিত হয়। তাই জনসমক্ষে দাম্পত্য কলহ টেনে এনে ‘উল্লাস’-এর খোরাক হতে চাননি তিনি। কিন্তু এত আড়াল করেও কি সত্যিই গোপন রাখা যায় এই তারকাজীবন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মুম্বইয়ের অন্দর ও মিডিয়া মহলে।
এদিকে স্বামী জয় ও মেয়ে তারার একটি রিল ভিডিওতে স্নেহশীল মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রে মাহি। এটি কি দাম্পত্য ভাঙার গুঞ্জন থামানোর প্রয়াস, না কি শুধু মা হিসেবে আবেগের বহিঃপ্রকাশ — মিলছে না নির্দিষ্ট উত্তর। পরিবার, সামাজিক ভাবমূর্তি এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের এই নীরব অধ্যায় আপাতত রহস্যে মোড়া রয়ে গেলই।
আরপি/এসএন