মধ্যবিত্ত বাড়ির ছেলে থেকে নায়ক, অঙ্কুশের আবেগঘন গল্প
মোজো ডেস্ক 09:22PM, Oct 29, 2025
মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে টলিউড নায়কের মর্যাদা অর্জন করেছেন অঙ্কুশ হাজরা। এক সাক্ষাৎকারে তিনি জানান, “পরিবারের কেউ এই জগতের বিষয়ে বিন্দুমাত্র কিছু জানত না। সেই ছাপোষা পরিবারের ছেলের দু’-তিনটে ছবি না চললে অবসাদগ্রস্ত হয়ে যাবে! এত বড় হইনি।”
অঙ্কুশ আরও বলেন, তার এই যাত্রা কঠিন পরিশ্রম ও ধৈর্যের ফল। তিনি ছোট পরিসরের স্বাভাবিক জীবন থেকে শুরু করে এখন প্রফেশনাল অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি দর্শকদের কাছে বিনম্র আবেদন জানান, “ফ্যানদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এ অবস্থানে আসা সম্ভব হতো না।”
তার এই বক্তব্য মিডিয়ায় নতুন আলোচনার সৃষ্টি করেছে, যেখানে অনেকেই মধ্যবিত্ত থেকে সফল হওয়ার প্রেরণামূলক গল্প হিসেবে এটিকে দেখছেন।