চলচ্চিত্র ও নাট্য জগতের খ্যাতিমান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এক সাক্ষাৎকারে নিজের রাগ ও আবেগ প্রকাশের ধরন নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, কখনো গালাগাল বা অপমানজনক ভাষা ব্যবহার করে তিনি নিজের রাগ মেটাতে যাননি। বরং রাগকে প্রকাশ করার উপায় নির্ধারণের দায়িত্ব তিনি নিজের ওপরই নেন।
অনির্বাণ বলেন, "আমার রাগকে আমি কিভাবে তুলে ধরবো সেটা আমাকেই ঠিক করতে হবে। এজন্যই আমার মাস্টার মশাইরা ছোটবেলা থেকে আমাকে পড়াশোনা ও আত্মসংযম শিখিয়েছেন। বাবা-মাও জীবনের সহবত ও ধৈর্য্য আমাকে শেখিয়েছেন।"
তিনি আরও বলেন, শিল্পী হওয়া মানেই কেবল অভিনয় নয়, নিজের আবেগ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও অর্জন করা। অনির্বাণের এই দৃষ্টিভঙ্গি তরুণ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।