ওপার বাংলার অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেই মডেলের দাবি, অভিনেতা তাকে মেসেজ দিয়ে উত্ত্যক্ত করেছেন।
এরপর একে একে আরও কয়েকজন নারী ঋজুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন। পরিস্থিতি জটিল হতেই এবার মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস।
মায়ের অসুস্থতার কারণে প্রায় সাত মাস ধরে স্টুডিওপাড়া থেকে দূরে রয়েছেন তিনি। এরমধ্যেই যে এই কাণ্ড হবে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। তবে বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনে অভিনেতা যা বললেন, তা রীতিমতো চমক সৃষ্টি করেছে।
ঋজু বলেন, ‘মেসেজ দিয়ে কোনও ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারে না?’
তার দাবি, ‘মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না, বলিও না এক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একই ভাবে।’
এই ঘটনার পর আইনি পদক্ষেপ নিয়েছেন ঋজু। তিনি জানিয়েছেন, সেই উঠতি মডেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।
আরপি/টিএ