বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রশংসায় আবারও মুখ খুললেন ডব্লিউডব্লিউই কিংবদন্তি ও হলিউড তারকা জন সিনা। কিং খানকে ‘এক অবিরাম অনুপ্রেরণা’ বলে সম্বোধন করে সিনা জানিয়েছেন, শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথন ও সৌজন্য আজও তার মনে গেঁথে আছে। খবর বলিউড হাঙ্গামার।
ঘটনার সূচনা হয় সম্প্রতি এক সেশনে, যেখানে এক ভক্ত শাহরুখকে জিজ্ঞেস করেন, এক শব্দে জন সিনাকে কীভাবে বর্ণনা করবেন? উত্তরে শাহরুখ খান বলেন , তিনি একজন রকস্টার। অত্যন্ত বিনয়ী ও সদয়।
এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং তা পৌঁছে যায় জন সিনার কাছেও। এরপর সিনা এক্স (পূর্বে টুইটার)-এ লিখেন, আপনার সদয়তা ও আমাদের কথোপকথন আমি কখনও ভুলব না। ব্যক্তিগতভাবে এবং সারা বিশ্বের আপনার ভক্তদের মতো আমিও আপনার কাছ থেকে অবিরাম অনুপ্রেরণা পাই। ধন্যবাদ।
জন সিনার শাহরুখ-ভক্তি নতুন নয়। ২০২৪ সালের জুলাইয়ে মুম্বাইয়ে অনন্ত আম্বানির বিয়েতে দু’জনের সাক্ষাৎ হয়, যা সিনা পরবর্তীতে ‘অত্যন্ত আবেগঘন ও অবিশ্বাস্য অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেন।
এর আগেও তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, শাহরুখ খানের ‘টেড টক’ তার জীবনের এক বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল। সিনার ভাষায়, শাহরুখ খানের একটি ‘টেড টক’ আমার জীবনের ঠিক সেই সময়টায় এসেছিল, যখন আমি পরিবর্তনের সন্ধানে ছিলাম। তার কথা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। সেগুলোই আমাকে কৃতজ্ঞতা শিখিয়েছে এবং আমি বুঝেছি আমার জীবনের প্রতিটি সুযোগই একেকটা জ্যাকপট, যা অপচয় করা ঠিক নয়।
ইএ/টিকে