বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। এক আবেগময় বার্তায় তিনি বলেছেন, “সারাজীবন আমি অনুভব করেছি, একজন আমার মাথায় হাত রেখেছেন। কখনও পেছনে, কখনও সামনে দাঁড়িয়ে থেকেছেন। প্রতিটি পথে আমি তাঁর আশ্রয় পেয়েছি। সবসময় আমার চারপাশে আছেন। তিনি আর কেউ নন, আমার মা।”
কাজল আরও জানান, জীবনের প্রতিটি সাফল্য ও চ্যালেঞ্জের মুহূর্তে মায়ের উপস্থিতিই তাকে সাহস জুগিয়েছে। তাঁর কথায়, “মায়ের আশীর্বাদ ছাড়া আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না।”
এমকে/টিকে