'কৌন বনেগা ক্রোড়পতি'র আসন্ন একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চনকে দেখেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার পা ছুঁয়ে প্রণাম করেন তিনি।
এই দৃশ্য ভাইরাল হতেই দিলজিতের ওপর চড়াও হয় 'শিখস ফর জাস্টিস' (এসএফজে) নামের সংগঠনটি। তারা দিলজিতের অস্ট্রেলিয়ার কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে।
দিলজিতের এই আচরণে শিখদের অসম্মান করা হয়েছে দাবি করে, এসএফজে এক বিবৃতিতে বলেছে, ১৯৮৪ সালে শিখ-বিরোধী দাঙ্গার সময় অমিতাভ বচ্চন নাকি 'রক্তের বদলে রক্ত' স্লোগান দিয়ে গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন।
তবে এই বিতর্কের মাঝেই এক পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিলজিৎ দোসাঞ্জ। তিনি লেখেন, ‘আমি আমার গানের বা ছবির প্রচারের জন্য কেবিসি-র সেটে যাইনি। পাঞ্জাবের বন্যা পরিস্থিতির উন্নতি যাতে হয়, সেটাই আমার মূল লক্ষ্য ছিল। অনুদান যাতে বেশি পাওয়া যায়, সেটাও ভেবেছিলাম।’
একাধিক কনসার্ট সামনে থাকা সত্ত্বেও, এই ধরনের হুমকির মুখে গায়ক দমে যাননি। তিনি পাল্টা ভালোবাসার বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই ধরনের ঘটনায় তিনি বিচলিত নন। দিলজিৎ সবসময়ই শান্তি ও ঐক্যের পক্ষে বলে জানিয়েছেন তার কাছের মানুষেরা।
এমআর/টিকে