অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি জানিয়েছেন, "যেদিন থেকে আমি প্রতিযোগিতা করা বন্ধ করেছি, সেদিন থেকেই আমার কাজের আনন্দ পেতে শুরু করেছি। আর সেটাই আমার ভেতরের সেরাটাকে প্রকাশ করেছে।"
তিনি আরও বলেন, অভিনয়ে কখনও অন্যদের সঙ্গে তুলনা করার চেষ্টায় নয়, বরং নিজের অন্তর্দৃষ্টি ও অনুভূতির ওপর বিশ্বাস রাখাই তাকে আরও মুক্ত এবং সৃজনশীল করে তুলেছে। বিদ্যা মনে করেন, প্রতিযোগিতা বাদ দিলে নিজের কাজের প্রতি ভালোবাসা এবং সত্যিকারের সৃজনশীলতা আরও প্রকটভাবে প্রকাশ পায়।
আপনি চাইলে আমি এই বক্তব্য থেকে ১০–১২টি আকর্ষণীয় শিরোনামও বানিয়ে দিতে পারি।
এমকে/টিকে