মুম্বই শহর এখন ব্যস্ততম সময় পার করছে বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন উদযাপনের প্রস্তুতিতে। রাত পোহালেই কিং খানের ষাটতম জন্মদিন। শুধু বলিউডের সুপারস্টার হিসেবে নয়, মানুষ হিসেবেও শাহরুখ তাঁর ভক্তদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে রেখেছেন। তাঁর ছবির মাধ্যমে প্রেমের নানা দিক শিখেছেন ভক্তরা, তাই তিনিই নতুন প্রজন্মের ‘লাভ গুরু’ হিসেবে পরিচিত।
জন্মদিনের আয়োজন মুম্বইয়ের মায়ানগরীতে জোরকদমে চলছে। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে এখানে ভিড় জমিয়েছেন। তবে শুধু দেশীয় দর্শক নয়, বিদেশ থেকেও শাহরুখের ভক্তরা এই উৎসব উপভোগ করতে হাজির হয়েছেন। পেরু থেকে এসে শাহরুখের জন্মদিন উদযাপনে অংশ নিয়েছেন শিল্পী ক্লডিয়া ক্যালে। তিনি জানান, ২০০৪ সালে ‘ভির’ ছবি দেখে প্রথম তিনি শাহরুখের প্রেমে পড়েন। এরপর ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘কভি হাঁ কভি না’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’সহ আরও অনেক ছবি তাঁকে মুগ্ধ করেছে। ক্লডিয়া ও তাঁর স্বামী শাহরুখকে একবার দেখার জন্যই এই দূরপথ পেরু থেকে এসেছেন।
ক্লডিয়া জানিয়েছেন, তাঁর ভক্তি এতই গভীর যে পেরুতে নিজের বাড়ির নামকরণও করেছেন শাহরুখের মন্নত বাংলোর নামে। দেশে তিনি নিজেও শাহরুখের ফ্যানক্লাব পরিচালনা করেন। এই আবেগই জন্মদিন উদযাপনকে আরও ব্যতিক্রমী ও স্মরণীয় করে তুলেছে।
আরপি/টিকে