অনেক দায়িত্ব, ভার লাগে : নিশো

অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনও সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মাধ্যমে আবারও শব্দটি শুনলো ঢালিউড সংশ্লিষ্টরা। মূলত সিনেমার শুটিং শুরুর আগে মহরত অনুষ্ঠিত হয়। যেখানে প্রযোজক-পরিচালক-শিল্পী-কুশলীরা তাদের শুভানুধ্যায়ীদের শুভকামনা, দোয়া, আশীর্বাদ নিয়ে শুরু করেন নির্মাণ যাত্রা। ‘দম’ সিনেমার দৃশ্যধারণও শুরু হচ্ছে শিগগিরই।

২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে শুটিং প্রস্তুতি, শিল্পী-কুশলী পরিচিতিসহ নানা তথ্য জানান সিনেমার প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। এরমধ্যে আফরান নিশোর বক্তব্যটি খানিক আলাদা। তিনি জানান দিলেন, এই সিনেমায় তার চরিত্রের ভার কতোটা!

‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এরিমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও। কেন সেখানে শুটিং? আর প্রস্তুতিই বা কেমন? মহরতে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন একসঙ্গে পাচ্ছি সেখানে, পাচ্ছি টেকনিক্যাল সাপোর্টও, সব মিলিয়ে কাজাখস্তানে শুটিং করা। আপনাদের দোয়া-আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’

আয়োজনে প্রথমেই নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’ সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদের সঙ্গে। সিনেমাটির আরেকজন চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে উপস্থিত থাকতে পারেননি।

আগেই জানানো হয়, ‘দম’ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী।



‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সালের মধ্যে আছেন তিনি। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে। আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই নাকি প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরীর সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি!

অভিনেতা বলেন, ‘প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫-৯৭ কেজি। এই সিনেমার জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক-দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি। সব মিলিয়ে আমার চরিত্রের ওপর অনেক দায়িত্ব, ভার লাগে।’

শারীরিক পরিবর্তন না করতে মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘‘সবাই অপেক্ষা করছে সিনেমাটি নিয়ে। আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে ‘দম’টা শেষ করতে পারি। ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্র করতে শিল্পীরা মুখিয়ে থাকে। এবার আমাদের এই সুযোগ করে দিয়েছে শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। একেবারে নতুন গল্প নতুন চরিত্র। আমাদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি করিনি। আর সে জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। আশা করি এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।’’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

টিজে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কানাডার প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন ট্রাম্পের কাছে Nov 02, 2025
img
শেষ মুহূর্তের গোলেও হার এড়াতে পারলো না ইন্টার মায়ামি Nov 02, 2025
img
হবিগঞ্জে কনসার্টে হট্টগোল-চেয়ার ভাঙচুর, আহত ৩০ Nov 02, 2025
img
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম Nov 02, 2025
img
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি: ফারিণ Nov 02, 2025
img
নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়েছে তানজানিয়ায় Nov 02, 2025
img
বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনা: ৯ দফা সংস্কার Nov 02, 2025
img
দুর্নীতি রুখতে জমির লিজ প্রথা সংস্কার Nov 02, 2025
img
সুস্থ থাকতে সকালের সেরা নাশতা, পুষ্টিবিদদের পরামর্শ Nov 02, 2025
img
নভেম্বরে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে দুপুরে Nov 02, 2025
img
ইনু-হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ Nov 02, 2025
img
বগুড়ায় যুবদল নেতা হত্যার ৪ দিন পর মামলা, আসামি ২৫ Nov 02, 2025
img
বিচ্ছেদ নিয়ে নিজের মতামত প্রকাশ ঐশ্বরিয়ার Nov 02, 2025
img
একদিনে ৬৩ মিলিমিটার বৃষ্টি, ঢাকায় আজ থাকবে শুষ্ক আবহাওয়া Nov 02, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন উইলিয়ামসন Nov 02, 2025
img
নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে আটক ৫ ছাত্রলীগকর্মী Nov 02, 2025
img
ইতিহাসের এই দিনে আলোচিত সব ঘটনা Nov 02, 2025
img
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: নুরুল ইসলাম বুলবুল Nov 02, 2025
img
তারেক রহমান আমাদের ঐক্যের প্রতীক : এম এ মালিক Nov 02, 2025
img
একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে Nov 02, 2025