ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মৃত্যুহার কমেছে- এমন দাবি করেছেন ডিএনসিসি'র প্রশাসক মোহাম্মদ এজাজ।
রোববার (২ নভেম্বর) উত্তর সিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৩ ও ২০২৫ সালের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
মোহাম্মদ এজাজ বলেন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আক্রান্তের হার খানিকটা বাড়লেও মৃত্যু হার অনেকগুণ কমেছে। তারপরও ডেঙ্গুকে মহামারী বলে ঢাকা শহরের চিত্র ভয়ঙ্করভাবে তুলে ধরা হয়।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মাত্র ১১শ কর্মী কাজ করে। যদি জনবল বাড়ানো যেত, তাহলে পরিস্থিতির আরও উন্নয়ন করা সম্ভব হতো।
প্রশাসকের সঙ্গে একমত পোষণ করেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মাঈনুল। জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা অনেকক্ষেত্রে হাসপাতালে ঢাকার ঠিকানা দেন। তাড়াহুড়ায় তা যাচাই-বাছাইয়ের সুযোগ মেলে না। মৃত্যুর হার না কমার জন্য বিলম্বে হাসপাতালে আসাকে দায়ী করেন তিনি।
কেএন/টিকে