রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ৮৬৭টি মামলা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী ট্রাফিক-মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৭৬টি মামলা হয়েছে। একই দিনে ট্রাফিক-ওয়ারী বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯৬টি মামলা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মোট ১২৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগে।
এদিকে শনিবার দিনব্যাপী ট্রাফিক-মিরপুর বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১০৪টি মামলা করা হয়েছে। পাশাপাশি একই দিনে ট্রাফিক-গুলশান বিভাগে ৯২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩৩টি, ট্রাফিক-রমনা বিভাগে ৪৬টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯৫টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানকালে মোট ২৭১টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এমকে/এসএন