অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি- সবখানেই জোর আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এবার সেই গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ করলেন রাশমিকা নিজেই। খবর এই সময় অনলাইনের।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের জন্য জগপতিবাবুর জনপ্রিয় টক শো-তে হাজির হন রাশমিকা মন্দানা। শো-এর প্রচারিত প্রোমোতে দেখা যায়, উপস্থাপক বারবার বিজয় দেবরকোন্ডার প্রসঙ্গ তুললে রাশমিকা হঠাৎই হাসিমুখে নিজের আঙুলে থাকা একটি আংটি দেখিয়ে দেন।
জগপতিবাবু যখন প্রশ্ন করেন, বিজয় কি শুধুই বন্ধু, নাকি তোমার জীবনের বিশেষ কেউ?- তখন রাশমিকা কেবল হাসেন, তবে কোনো জবাব দেন না। এরপর আঙুলের আংটি দেখিয়ে বলেন, আমার আঙুলের সবগুলোই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি আমার অত্যন্ত প্রিয়, আর এর পেছনে একটি বিশেষ ইতিহাস রয়েছে।
সূত্রের দাবি, সম্প্রতি পরিবারের উপস্থিতিতে রাশমিকা ও বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হায়দরাবাদে বিজয়ের বাড়িতেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই এই জনপ্রিয় জুটির বিয়ের পরিকল্পনা রয়েছে। তবে বিয়ের তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এসএন