ঢালিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর জন্মদিন ছিল ৩ নভেম্বর। এদিনে তিনি ৫২-তে পা রাখেন। এ সময় দেশে নেই অভিনেত্রী। তবে স্বামী অভিনেতা ওমর সানী দেশেই আছেন। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কিন মুলুকে মা, মেয়ে ও বোনের সঙ্গে জন্মদিন পালন করেন মৌসুমী। গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করছেন অভিনেত্রী। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি দেশে না থাকলেও স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন বলে জানা গেছে।
মৌসুমীর জন্মদিন মানেই স্বামী ও অভিনেতা ওমর সানীর কাছে এক বিশেষ অনুভূতির দিন। তবে ব্যক্তিগত এবং পারিবারিক পরিস্থিতির কারণে এই বিশেষ দিনটি তিনি স্ত্রীর পাশে থেকে ঘটা করে উদযাপন করতে পারছেন না।
ভৌগোলিক দূরত্ব থাকলেও স্ত্রীকে ভালোবাসা জানাতে মোটেও ভুল করেননি অভিনেতা। এবারের জন্মদিনে ওমর সানী সামাজিক মাধ্যম ফেসবুকে মৌসুমীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাস অভিনেতা লিখেছেন- শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে- এটাই বাস্তব। এর পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের প্রতি কঠোর নিন্দা জানিয়েছেন ওমর সানী।
অভিনেতা আরও জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না তার। তিনি বলেন, মৌসুমীর জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছে। তার ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন। তবে অভিনেতা মনে করেন, দেশে থাকলে উদযাপনটা আরও একটু বিশেষ হতো।
উল্লেখ্য, একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন মৌসুমী। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। সিনেমা ও নাটক- দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন প্রিয়দর্শিনী।
টিএম/টিএ