এই বছরের বড়দিনে দর্শকদের জন্য আসছে এক নতুন প্রেমের গল্প। দীর্ঘদিন পর আবারও জুটি বাঁধছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাদের অভিনীত নতুন রোমান্টিক ছবি ‘তু মেরি মেঁ তেরা, মেঁ তেরা তু মেরি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করেছেন সমীর বিদওয়ানস।
শীতের উৎসবের আমেজে তৈরি এই ছবিতে থাকছে ভালোবাসা, আবেগ ও পারিবারিক আনন্দের মিশেল। নির্মাতারা জানাচ্ছেন, এটি হবে এমন এক প্রেমের গল্প, যা দর্শকের মনে ছুঁয়ে যাবে। কার্তিক ও অনন্যাকে শেষবার দেখা গিয়েছিল ‘পতি পত্নী ঔর ওহ’ ছবিতে। সেই পুরোনো রসায়ন আবারও ফিরিয়ে আনতে প্রস্তুত এই জনপ্রিয় জুটি।
ধর্মা প্রোডাকশন ও নামাহ পিকচার্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। ইতোমধ্যেই বলিউডজুড়ে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। বড়দিনে বড় কোনো প্রতিদ্বন্দ্বী ছবি না থাকায়, ‘তু মেরি মেঁ তেরা’ হতে পারে উৎসব মৌসুমের সবচেয়ে আলোচিত মুক্তি।
এসএস/টিএ